পবিত্র কুরআনের “সূরা বাকারাহ” এর ১২৫তম আয়াতে ‘মাসাবাহ’ শব্দটা আছে। আরবী এই শব্দের বাংলা অর্থ দাঁড়ায় এমন- যেখানে(স্থান) বারবার ফিরে আসতে চায় (মানুষ)।

যান্ত্রিক-যানজটের এই শহরে কোথাও একটু বের হলে জ্যামে বসেই চলে যায় কয়েক ঘণ্টা। আরও যদি হয় কেনাকাটা করতে যাওয়া, বিশেষ করে- পোশাক? ঘণ্টার পর ঘণ্টা ঘুরে-ফিরে, কেনাকাটা করে বাসায় ফিরতে ফিরতে সব এনার্জি শেষ! ছুটির দিনে পরিবারকে কি একটু সময় দিব, না ব্যক্তিগত কাজ গুলো শেষ করবো? মেজাজ গরম করে এসে কিছুই যেন হয়ে ওঠে না। শুধু কি তাই? এতো পছন্দ করে কেনা কাপড় টেইলারস ঠিক মতো বানাতে পারবে কিনা, ঠিক সময়ে ডেলিভারি দিতে পারবে কিনা- আরও কতো ঝক্কি ঝামেলা!

রেডিমেড পোশাকও কিনতে গিয়ে মনে হয়, এতো দাম দিয়ে কিনে তাহলে কোনদিকে খরচ কমাতে হবে? আরেকটু কষ্ট করে চলতে হবে কি? ইচ্ছে থাকলেও অনেকের জন্য উপহার হিসেবে কেনা হয়না।  মাথায় এসে ভিড় করে নানান হিসাব নিকাশ। আর শুধু কাপড় কিনে বানাতে গেলেও কি শান্তি আছে? একেক দোকানদার একেকরকম দাম চাচ্ছে। কাপড়ও দেখছি প্রায় একই দেখা যায়। ভালো, টেকসই হবে কোনটা? কার উপর ভরসা করবো? কে সাহায্য করবে আমাকে?

ঠিক এসকল চিন্তা ভাবনা গুলোই এই ব্র্যান্ডের পেছনের মানুষগুলোর মাথাতেও এসেছ। সেখান থেকেই মূলত এই ব্র্যান্ডের ভিত্তি স্থাপিত হয়- সবার জন্য কীভাবে এই সমস্যা গুলোর সমাধান করা যেতে পারে?
“মাসাবাহ” ব্র্যান্ড এর মূল উদ্দেশ্য মানুষকে আরেকটু ভালো থাকার সুযোগ করে দেয়া। আরেকটু ব্যস্ততা কমাতে সাহায্য করা। আরেকটু নিশ্চিন্ত- নির্ভার রাখা। কষ্টার্জিত পয়সা বাঁচানোর সুযোগ দেয়া। অন্যখাতে সম্পদ খরচ করার সুযোগ করে দেয়া।
বাকিটা আল্লাহ্‌র উপর ভরসা।

এক বছরের বেশি সময় হল তিলতিল করে চিন্তা ভাবনা, খোঁজ খবর করতে করতে এই মাসে, আলহামদুলিল্লাহ্‌, যাত্রা শুরু করলো “মাসাবাহ”। উদ্দেশ্য তো আগেই জেনে গিয়েছেন। আর পরিচালকদের লক্ষ্য যতোটা না ব্যবসা থেকে লাভ করা, তারচেয়ে বেশি মানুষের সেবা করা, সেই হাদিস মেনে চলা, ‘সৎ ও আমানতদার ব্যবসায়ী শেষ বিচার দিবসের দিন নবীগণ, সিদ্দীকীন এবং শহীদগণের সঙ্গে থাকবে’।

এর সাথে সাথে পণ্যের মান নিশ্চয়তা করার জন্য, ‘তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে’- তারা এই হাদিস মেনে চলেছেন ইন শা আল্লাহ্‌।

সম্মানিত ক্রেতারা বিশ্বাস করে একবার পণ্য কিনে মাসাবাহ’র ভালোবাসায় আটকে গিয়ে বারবার ফিরে আসবেন পরম নির্ভরতায়। ইন শা আল্লাহ্‌।

#Masabah
#LoveTrustReliability